মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে কানাইঘাট উপজেলার নির্বাচনী মাঠে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধামি শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীকের কান্ডারী খায়ের উদ্দিন চৌধুরি। গোটা উপজেলায় জুড়ে আনরস প্রতীক সড়া জগতে শুরু হয়েছে।
চায়ের দোকান থেকে শুরু করে গ্রাম-গন্জে আনারস প্রতীকের প্রার্থী খায়ের উদ্দিন চৌধুরিকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তার কারণ হিসাবে জানতে চাইলে সাধারণ জনগণ বলেন,খায়ের উদ্দিন চৌধুরি একজন উচ্চ শিক্ষিত। তার বলিষ্ট নেতৃত্বে কানাইঘাট উপজেলাককে এগিয়ে নিয়ে যাবেন।
এই নিয়ে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী খায়ের উদ্দিন চৌধুরির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আনারস হচ্ছে উন্নয়নের প্রতীক। জননেত্রী শেখ হাসিানার সরকারের উন্নয়নের ধারাবাহিক ধরে রাখতে আনারস মার্কায় ভোট দিন। আমি আপনাদের সন্তান আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আর সবসময় পাশে থাকতেই। তাই গত সংসদ নির্বাচনের মতো কানাইঘাটে উন্নয়নের কথা চিন্তা করে উন্নয়নকামী সচেতন এই এলাকার মানুষ আনারস মার্কাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী।