রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মিনাই এক পাকিস্তানি নারী হজযাত্রী একটি ছেলে সন্তান প্রসব করেছেন। এ বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রমের প্রথম দিন মঙ্গলবার তিনি সন্তান প্রসব করেন। ছেলেটির নাম রেখেছেন মুহম্মদ আলী। মিনা আল ওয়াদি হাসপাতালের পরিচালক ড. মুহম্মদ মালাইবারি জানান, নরমাল ডেলিভারি হয়েছে এবং মা ও সন্তান উভয়ই সুস্থ আছে। হাসপাতালটির নার্সিং বিভাগের পরিচালক জানান, মা ও ছেলের বিষেশভাবে যত্ন নেওয়া হচ্ছে। শিশুটির বাবা জানান, মিনাই পৌঁছার পরই তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে তাকে মিনার আল ওয়াদি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি সন্তান প্রসব করেন। পবিত্র এলাকায় ছেলে সন্তান জন্মগ্রহণ করায় তিনি খুবই খুশী। উত্তম সেবার জন্য তিনি হাসপাতালের স্টাফদের ধন্যবাদ জানান। সূত্র : সৌদি গেজেট