বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আগামী ১৫ জুলাই লন্ডনের রয়েল রিজেন্সী হলে বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন ২০১৯-কে সর্বাত্মক সফল করতে গত ২৮ জুন শুক্রবার নিউহ্যাম বারার একটি রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের গুরত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্তিত ছিলেন মুফতি মুতাহির সিদ্দীক, শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সদস্য সচিব মাওলানা সৈয়দ নাঈম আহমদ, যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা মুশতাক আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ, প্রচার সচিব মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সদস্য হাফিজ মাওলানা খালিদ আহমদ, সাদিক আহমদ প্রমুখ।
উক্ত গুরত্বপূর্ণ বৈঠকে বক্তারা বলেছেন, শতাব্দীর গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এ ঐতিহাসিক সংগঠনের শতবছর পূর্তি উপলক্ষে সময়ের সবচে’ বড় দাবি হলো বিশ্বজনীন এ শ্রেষ্ঠ কাফেলার র্কীতিগাঁথা বিশ্বময় ছড়িয়ে দেয়া। যাতে উম্মাহ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সঠিক রোডম্যাপের সন্ধান লাভে সক্ষম হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে আগামী ১৫ জুলাই সোমবার লন্ডনের রয়েল রিজেন্সী হলে “শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন লন্ডন ২০১৯” করতে যাচ্ছে।
এ ঐতিহাসিক প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। বক্তারা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন লন্ডন ২০১৯” সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।