সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
৩০ বছর পর আজ রাতে দেখা যাবে সুপারমুন

৩০ বছর পর আজ রাতে দেখা যাবে সুপারমুন

image_272842.super moonআমার সুরমা ডটকম ডেক্স : রাতের আঁধারে চাঁদ যেমন সুন্দর, সেই সুন্দরকে চোখ মেলে দেখতেও মানুষের উৎসাহ ও আয়োজনের শেষ নেই। আর চাঁদের আকার যদি হয় স্বাভাবিকের চেয়ে বড়, তা যদি নেমে আসে পৃথিবীর অনেকটা কাছে তাহলে তো কথাই নেই! মর্ত্যের মানুষের কাছে কল্পলোকের চাঁদ আরো স্পষ্ট হয়ে ধরা দেওয়ার সুযোগ করে দিয়েছে চাঁদ নিজেই! কেননা আজ রাতেই মিলছে এ সুযোগ। আজ দেখা মিলবে সুপার মুন বা অতিকায় চাঁদের। আর এর রং হবে রক্তলাল। চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে ‍সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ও বড় দেখায়। তবে চাঁদের এ আকার খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা ৪১ থেকে রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, গ্রিনল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্য থেকে এই উত্তেজনাকর মুহূর্ত অবলোকন করা যাবে। পৃথিবীর সব জায়গা থেকে এই ঘটনা দেখা যাবে না। বাংলাদেশসহ এশিয়ার দর্শকরা চাঁদের এ দুর্লভ দৃশ্য দেখতে বঞ্চিত হবেন। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর। পৃথিবীর বায়ূমন্ডল ভেদ করে সূর্য্যের যে কিরণ মহাশূন্যের দিকে যায়, সেই কিরণের কারণে চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল, বাদামি বা কালো রং ধারণ করে। বিজ্ঞানীরা বলছেন, এবার চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হতে পারে রক্তলাল। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ২,২৬,০০০ মাইল দূরে অবস্থান করবে, স্বাভাবিক আকারের চেয়ে ১৪ ভাগ বড় দেখা যাবে এবং স্বাভাবিকে তুলনায় ৩০ ভাগ বেশি আলোকিত হবে। এই রকম চন্দ্রগ্রহন দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ সালে এবং সর্বশেষ ১৯৮২ সালে। পরবর্তী সুপারমুন দেখতে বিশ্ব বাসীকে অপেক্ষা করতে হতে পারে ২০৩৩ সাল পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com