রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাইছড়ারপার গ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেড়কেজি গাঁজাসহ এক গাজাঁ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম মোঃ সোহাগ মিয়া (২০)। সে ইউনিয়নের রাজাই ছড়ারপার গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৮টায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মোঃ উস্তার আলী ও এএসআই মোঃ ফারুক মিয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাইছড়ারপার গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চললে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং-এর এসআই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে ডিবি পুৃলিশের ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।