জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট-এর শত বার্ষিক দস্তারবন্দী মহাসম্মেলনে বক্তারা
রেঙ্গা (সিলেট) থেকে মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বহু আকাঙ্ক্ষিত বৃহত্তর সিলেটের অন্যতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শত বার্ষিক দস্তারবন্দী মহাসম্মেলন বুধবার বাদ জুহর থেকে শুরু হয়েছে। মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ও খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি, মাওলানা আলিমুদ্দিন দূর্লভপুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওলাদে রাসূল আল্লামা আসজাদ মাদানী ভারত, হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ আহমেদ বাবুনগরী, জামেয়া মাদানিয়া আরজাবাদ ঢাকার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, জামেয়া যাত্রাবাড়ী ঢাকার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা উবায়দুল্লাহ ফারুক ঢাকা, জামেয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মাওলানা শাহ আলম দেওবন্দ, দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি শেখ আহমদ হাটহাজারী, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা মুশতাকুন নবী কাসেমী, মাওলানা হাছান মাহমুদ ভারত, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, জামেয়া ইসলামাবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী ও মাওলানা হাসান জামিল ঢাকা প্রমুখ।
প্রথমদিন ১৩৮৮ হিজরি থেকে ১৪২৬ পর্যন্ত ৮১৯ জন ফারিগদেরকে দস্তার প্রদান করা হয়।