সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলায় আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত করায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার ১২ ঘটিকায় উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সেলিম আহমেদ। সঞ্চালনায় সহকারি শিক্ষক তৌয়বুর রহমান, সংবর্ধিত ও প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ ভুইয়া, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ প্রমূখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সকলের সহযোগীতায় প্রতিষ্ঠান গড়ে উঠে। সহযোগীতায় ছাড়া প্রতিষ্টান গড়ে উঠেনা। সুশিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের থাকার জন্য ব্যবস্থা করছেন সরকার। হাওর এখন থেমে নেই উন্নয়ন হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়নের কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার তাই শিক্ষাকে গুরুত্ব দেন তিনি। সরকারে সহযোগীতায় এমপিও ভুক্ত হয়েছে। অচিরেই ভবণ নির্মাণ করা হবে ইনশাল্লাহু। বঙ্গবন্ধুর স্বাধীনতা, কন্যার হাতে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।