রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
কুয়েতের নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ শপথগ্রহণ করবেন বলে জানা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এই শপথ অনুষ্ঠিত হবে। আরব টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ। সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার ৯১ বছর বয়সী শাসক শেখ সাবাহ আল-আহমদ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সদ্য প্রয়াত শেখ সাবাহ আল-আহমদের বৈমাত্রেয় ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমাদ। তিনি অসুস্থ হওয়ার পর থেকে শেখ নওয়াফই সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেবেন শেখ নওয়াফ আল আহমদ। এদিকে আমিরের মৃত্যুতে কুয়েত সরকার মঙ্গলবার থেকেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক ছাড়াও ৩ দিনের জন্য সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ থাকবে।