মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা, মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদিস ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান পীরসাহেব বর্ণভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (৯ অক্টোবর) শুক্রবার রাত ২টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্টআঞ্জুমানে হেফাজতের আমির আল্লামা খলিলুর রহমান বরুণীর ইন্তেকাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়, স্বজন, ভক্তমুরিদান রেখে যান। আজ বেলা ৩ ঘটিকায় বরুনা মাদরাসায় ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।
গত ৯ সেপ্টেম্বর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন আগে তাকে বাড়ীতে নিয়ে যেতে বলেন,ফলে বুহস্পতিবার সিলেট থেকে মৌলভীবাজার নিয়ে যাওয়া হয়।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছেন। এ্যাজমার কারণে তিনি লান্সের সমস্যায় আক্রান্ত, জ্বর, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত এবং হাই প্রেসার।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
সিলেট বিভাগের প্রখ্যাত বুযুর্গ শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানীর খলিফা কুতুবে দাওরান শায়খ লুৎফর রহমান বর্ণভী (রহ.) এর সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা খলিলুর রহমান হামিদী ছিলেন ইসলামের যথার্থ জ্ঞানের অধিকারী একজন দ্বায়ী ইলাল্লাহ।
পাসপোর্ট অনুযায়ী তার জন্ম তারিখ ১৩ ডিসেম্বর ১৯৪৬ সাল।
আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি এক শোক বার্তায় বলেন, বরুনার পীরসাহেবের মৃত্যুতে
বাংলাদেশে ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর পরিবারের সকলের এই ক্ষতি ও শোক সহ্য করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি।