শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
ফ্রান্সে একদিনে করোনাভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ নিয়ে যে সময়ে ফ্রান্স সারা পৃথিবীতে সমালোচিত, ঠিক সেই সময়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। –এনবিসি, এএফপি
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হলো। রবিবার (২৫ অক্টোবর) দেশটির সরকারি তথ্য-উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে। দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। এখন সে হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে। এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরও বাড়িয়েছে।