শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মহিলা দ্বীনি শিক্ষা বোর্ড সুনামগঞ্জের ২২তম মারকাজী পরিক্ষার ফলাফল প্রকাশ

মহিলা দ্বীনি শিক্ষা বোর্ড সুনামগঞ্জের ২২তম মারকাজী পরিক্ষার ফলাফল প্রকাশ

আমার সুরমা ডটকম:

আজ ১৪ রমজান ১৪৪২ হিজরী, ২৭ এপ্রিল ২০২১ ইংরেজী রোজ মঙ্গলবার মহিলা দ্বীনি শিক্ষা বোর্ড সুনামগঞ্জের ২২তম মারকাজী পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলের কপি অত্র বোর্ডের নাজিমে উমুমী মাওলানা সৈয়দ আবু আলী সাহেবের হাতে তুলে দেন সফল নাজিমে ইমতিহান মাওলানা ইলিয়াস আহমেদ উপ্তিরপারী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নাজিমে ইমতিহান মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নাহিদ আহমেদ, মাওলানা হাম্মাদ আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা বজলুল হক্ব, মাওলাণা মুহিবুর রহমান, মাওলানা সালেহ আহমদ প্রমুখ।

এ বছর ৫টি মারহালায় মোট ২ হাজার ১৪৬ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্য মারহালায়ে তাকমীল ফিল হাদিসে ২২৯ জন ছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষায় ১২ জন মমতাজ, ৪১ জন প্রথম বিভাগ, ৫৮ জন দ্বিতীয় বিভাগ ও ৭৩ জন তৃতীয় বিভাগসহ মোট উত্তীর্ণ ১৮৪ জন। পাশের হার শতকারা ৮০ দশমিক ৩৪ শতাংশ।

মারহালায়ে ফযিলতে মোট পরিক্ষার্থী ২৪১ জন, এরমধ্যে মমতাজ ১৯ জন, প্রথম বিভাগ ৬৫ জন, দ্বিতীয় বিভাগ ৫৫ জন, তৃতীয় বিভাগ ৬৯ জন, মোট উত্তীর্ণ ২০৫ জন। পাশের হার ৮৫ দশমিক ০৬ শতাংশ।

মারহালায়ে ছামিনায় (৮ম বর্ষে) মোট পরিক্ষার্থী ৪৪৮ জন। এরমধ্যে মমতাজ ৮৬ জন, প্রথম বিভাগ ১৬১ জন, দ্বিতীয় বিভাগ ৭৪ জন, তৃতীয় বিভাগ ৭৯ জন। মোট উত্তীর্ণ ৪০০ জন। পাশের হার ৮৯ দশমিক ২৮ শতাংশ।

মারহালায়ে খামিছায় মোট পরিক্ষার্থী ৬৬৩ জন, এরমধ্যে মমতাজ ৬৯ জন, প্রথম বিভাগ ১৯৯ জন, দ্বিতীয় বিভাগ ৮২ জন, তৃতীয় বিভাগ ১৮২ জন। মোট উত্তীর্ণ ৫৩২ জন। পাশের হার ৭৭ দশমিক ৮৯ শতাংশ।

মারহালায়ে ছালিছায় মোট পরিক্ষার্থী ৫৬৫ জন, এরমধ্যে মমতাজ ১১০ জন, প্রথম বিভাগ ২৩৭ জন, দ্বিতীয় বিভাগ ৬৭ জন, তৃতীয় বিভাগ ১১৯ জন, মোট উত্তীর্ণ ৫৩৩ জন। পাশের হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ।

মোট ৫টি মারহালায় সর্বমোট পরিক্ষার্থী ২১৪৬ জন। এরমধ্যে  সর্বমোট মমতাজ ২৯৬ জন, প্রথম বিভাগ ৭০০ জন, দ্বিতীয় বিভাগ ৩৩৬ জন, তৃতীয় বিভাগ ৫২২ জন, সর্বমোট উত্তীর্ণ ১৮৫৪ জন। সর্বমোট পাশের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।

পরিশেষে এ সংকটময় পরিস্থিতিতে ও যথা সময়ে ফলাফল প্রকাশ করতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ফলাফল তৈরী করতে যারা সর্বাত্মক সহযোগীতা করেছেন, তাদেরও কৃতজ্ঞতা আদায় করছি।আল্লাহ প্রত্যেককে দু-জাহানের উত্তম বদলা দান করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com