বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার

জগদলেও নৌকার পরাজয়ের পথ সুগম হলো

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছেন। এই স্বতন্ত্র প্রার্থীর অধিকাংশই নৌকার বিদ্রোহী। গত নির্বাচনে নৌকা না পেয়েও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান চেয়ারম্যান শিবলী আহমদ বেগ। এ বছর তিনি প্রার্থী হওয়ায় ‘বিদ্রোহী’ হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তাকে পরাজয় করানোর টার্গেট নিয়ে তারই গ্রামের একজন প্রার্থী হন। কিন্তু সবশেষে তিনি নৌকার প্রার্থীকে সরাসরি সমর্থন জানিয়ে তিনি বসে পড়েন। ফলে দল ও অন্যান্য সূত্রের দাবি, এতে করে নৌকা জয়ের পরিবর্তে পরাজয়ের পথ সুগম হয়েছে। তবে শেষমেষ আগামিকালের ভোটেই সঠিক সিদ্ধান্ত আসবে। ফলাফল যাই হোক না কেন, এখন পর্যন্ত ভোটের মাঠে নৌকা প্রার্থী ‘চাপে’ আছেন বলে জানান এলাকাবাসি।
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে জগদল ইউনিয়নে আব্দুল বাছিত (ঘোড়া), ইমদাদুল হক আরকান (মোটর সাইকেল), তোফায়েল আহমদ (চশমা), মোঃ জহিরুল ইসলাম (হাতপাখা), বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ (আনারস), মোঃ হুমায়ুন রশীদ (নৌকা)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মোঃ আরজু মিয়া (ফুটবল), মোঃ নূর আলম (ঘুড়ি), মোঃ রোমান চৌধুরী (তালা), মোঃ সুহেল মিয়া (টিউবওয়েল), সৈয়দ জগরুল আলম (মোরগ)। ২নং ওয়ার্ডে তাজুদ মিয়া (তালা), মোঃ আতিকুর রহমান (মোরগ), মোঃ আবুবকর খান সাইদ (ফুটবল), মোঃ জাহির মিয়া (টিউবওয়েল), মোঃ হারুন অর রশিদ (আপেল)। ৩নং ওয়ার্ডে মোঃ আনিছ আহমেদ (তালা), মোঃ শাহাবুর রহমান (টিউবওয়েল), লায়েক আহমদ (ফুটবল)। ৪নং ওয়ার্ডে আব্দুর রব (তালা), মোহাম্মদ তাজুল (মোরগ), মহিতোষ তালুকদার (ফুটবল)। ৫নং ওয়ার্ডে মোঃ তুহিন রানা শামীম (টিউবওয়েল), মোঃ দিলোয়ার হোসাইন (ফুটবল), মোঃ সাহাদাত হোসেন (ঘুড়ি), মোঃ হেলাল আহমদ (মোরগ), শাহবাজ তালুকদার (তালা)। ৬নং ওয়ার্ডে মোহাম্মদ মুশাহিদ মিয়া (টিউবওয়েল), মোঃ আব্দুল হান্নান (ফুটবল), শাহিন মিয়া (মোরগ)। ৭নং ওয়ার্ডে আতাউর রহমান (টিউবওয়েল), আরমান আলী (আপেল), মির্জা হারুন রশীদ (মোরগ), মোঃ আলমগীর মিয়া (ফুটবল)। ৮নং ওয়ার্ডে মোঃ আব্দুল মতিন (তালা), মোঃ আল আমিন (ফুটবল), মোঃ সোহেল মিয়া (টিউবওয়েল)। ৯নং ওয়ার্ডে মোঃ জালাল উদ্দিন (তালা), মোঃ মনসুর আলী (ফুটবল), মোঃ রুমন মিয়া চৌধুরী (টিউবওয়েল), মোঃ সুহেল মিয়া (ঘুড়ি), শাহাব উদ্দিন (আপেল)।
সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে নাজমা বেগম (মাইক), মোছাঃ কামরুন নাহার (হেলিকপ্টার), রেবেকা বেগম (বই)। ২নং ওয়ার্ডে জবা রাণী তালুকদার (বক), তানিয়া বেগম (সূর্যমুখী ফুল), মোছাঃ রাহিমা বেগম (মাইক)। ৩নং ওয়ার্ডে মোছাঃ তুলনা বেগম (তালগাছ), মোছাঃ হাসিনা আক্তার শিউলী (সূর্যমুখী ফুল), লিপি আক্তার (মাইক)।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৩৫ জন, এরমধ্যে পুরুষ ১১ হাজার ১৬৫ জন ও নারী ১১ হাজার ১৭০ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com