রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জে শীতার্থদের মধ্যে কাপাসিয়ার দেওনার পীর সাহেব খাদেমুস সুন্নাহ অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমানের আয়োজনে ও ক্বওমী মাদরাসা শিক্ষক পরিষদের উদ্যোগে দেড় হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্বওমী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও কাপাসিয়ার দেওনার পীর সাহেব খাদেমুস সুন্নাহ অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর আয়োজনে ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদির তত্ত্বাবধানে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চল এলাকার দেড় হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জানা যায়, জেলার দিরাই, শান্তিগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের অসহায় ও দরিদ্র আলেম-ছাত্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ক্বওমী মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খাদেমুস সুন্নাহ মুফতি মাওলানা দীন মুহাম্মদ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মেরাজুল হক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলার মহাসচিব মুফতি মাওলানা আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরউদ্দিন আহমদ, উলুতুলু মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।