বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : লন্ডন সফর শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শনিবার দেশে ফিরছেন। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে আজ বিকেলে এতথ্য জানিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, শনিবার খালেদা জিয়া (ম্যাডাম) দেশে ফিরতে পারেন। শনিবার বিকেলে আমিরাতের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।