শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন নওশাদ! ‘ডায়মন্ড হারবার থেকেই লড়তে চাই, পিছিয়ে যাচ্ছি না’, ফের জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নওশাদ জানান, ”আমি অভিষেকের বিরুদ্ধেই লড়তে চাই।” কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয় নতুন জল্পনা। আইএসএফ সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন না নওশাদ। এর পরেই শুরু হয় চর্চা, নওশাদের বিরুদ্ধে ওঠে ‘গট-আপ’ অভিযোগ।
ফের নওশাদ সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করে ওই সংবাদমাধ্যম। তিনি জানান, ”আমি মানসিকভাবে এখনও ১০০ শতাংশ প্রস্তুত। আমার কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। ডায়মন্ড হারবারেই লড়তে চাই। কিন্তু আমার দলের নেতৃত্ব এখনও সিদ্ধান্ত নেননি, কোন আসনে আমি লড়ব। তবে, আমি লোকসভা নির্বাচনে লড়ব।” এদিন ডায়মন্ড হারবারে বাম প্রার্থী নিয়েও সরব হন নওশাদ।
তিনি বলেন, ”আমি জোটের জন্য বারবার চেষ্টা করেছি। এখনও অপেক্ষায় রয়েছি জোট হোক। মনেপ্রাণে জোট চাইছি। কিন্তু বামেদের সঙ্গে আলোচনায় একহমত হইনি।” তাহলে কি ধোঁকা দিয়েছে বামেরা? নওশাদের উত্তর, ”আমি সেকথা বলছি না। কিন্তু আমাদের যা দাবি ছিল, তা যুক্তি দিয়েই বলেছিলাম। আমি বুঝতে পারিনি কেন তাতে রাজি হলেন না বাম নেতারা।”