বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
চেক পোস্টে দ্রæত গতির একটি মালবাহী ট্রাককে তল্লাশির সময় এক টহল পুলিশকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাক চালক। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে পিছু নেয় টহল পুলিশের গাড়ি। এক পর্যায়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।
শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাত ১টায় দিরাই উপজেলা থেকে দ্রæত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকার চেকপোস্টে মামুন নামের একজন পুলিশ সদস্য ট্রাকটিতে তল্লাশি চালান। তখন তাকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। এক পর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন। আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভান্ডা মল্লিকপুর গ্রামের বাসিন্দা নূরুল আমিন (৩৮), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ব্রাহ্মণখোলা গ্রামের বাসিন্দা ট্রাকচালক মোঃ শাহ আলম (৪০)।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।