শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল বিকেলে আয়োজিত সভায় বক্তারা বলেন, সিলেট এম.এ.জি. ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে বাস্তবায়নের উদ্যোগ বারংবার অদৃশ্য শক্তির ইশারায় ব্যাহত হয়ে আসছে। অথচ আন্তর্জাতিক রূপে বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে রিফুয়েলিং সিস্টেম সম্পন্ন করার পরও দীর্ঘদিন থেকে তা অকার্যকর করে রাখা হয়েছে। যার কারণে প্রবাসী সিলেটবাসী সহ সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে আছেন। এ সভায় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙ্গে যথাশীঘ্রই পূর্ণাঙ্গ রূপে চালুর যথাযথ উদ্যোগ গ্রহণ না করলে সিলেটবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। সিলেটবাসীর দীর্ঘদিনের এ প্রত্যাশিত দাবী পুরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করা হয়। এ সভায় ইকরা ট্রেভেলস এর সত্ত্বাধিকারী এম. আব্দুল কাদিরকে ফেডারেশনের আজীবন সদস্য পদবী প্রদান করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচএম আব্দুর রহমানের সভাপতিত্বে এ সভায় অতিথির বক্তব্য রাখেন ইকরা ট্রেভেলসের ম্যানেজিং ডিরেক্টর আটাব নেতা এম. আব্দুল কাদির, ফেডারেশনের বোর্ড মেম্বার ব্যবসায়ী মোঃ ফয়জুর রহমান, প্রেসিডিয়াম সংসদ সদস্য দেলোয়ার হোসেন, নির্বাহী সংসদের সহ-সভাপতি খালেদ হোসেন রুমেল, সহ-অফিস সম্পাদক আশফাক আহমদ, নির্বাহী সদস্য সেবুল আহমদ, রায়হান জুবের, আবু বকর দুলাল, হোসাইন আহমদ, শরীফ আহমদ, জানু মিয়া, আব্দুল করিম প্রমুখ।