বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় ৪ জনকে আটক করা হয় এবং ২৩টি রামদা উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৭টায় অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষ হয়। এর পরপরই অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে চলে যান। অর্থমন্ত্রী যাওয়ার পরই অডিটরিয়ামের সামনে সংঘাত শুরু হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এলাকায় আতঙ্ক দেখা দেয়। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। এর আগে সংবর্ধনা চলার সময়েই সংবর্ধনা অনুষ্ঠানের গেটে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আবদুল মন্নান। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া অডিটরিয়ামের পাশে একটি অটোরিকশা থেকে ২৩টি রামদা উদ্ধার করা হয়েছে। স্বাধীনতা পদক পাওয়ায় আজ বিকেলে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।