সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ১৭ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৫টায় দিরাই থানা পয়েণ্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব জমিয়ত দিরাই উপজেলা শাখা উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়ীমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। বিতর্র্কিত শিক্ষানীতি-২০১০ ও শিক্ষা আইন-২০১৬ এবং ইসলাম বিদ্বেষী সিলেবাস পাঠ্যপুস্তক থেকে বাতিলের দাবিতে প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সমাজসেবা সম্পাদক মাওলানা ইনামুল হক, মাওলানা ইসমাঈল আলী, মাওলানা বেলাল আহমদ, দিরাই উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, যুগ্ম-সম্পাদক মাওলানা নুর আলী, করিমপুর ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা গোলজার আহমদ, মাওলানা রেজওয়ান আহমেদ, মাওলানা নুরউদ্দিন, ছাত্র জমিয়ত দিরাই উপজেলার যুগ্ম-সম্পাদক ইস্তেকার আহমদ জাবের ও আছাদ আহমদ প্রমুখ। পরিশেষে পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল লতিফের মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।