শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের নারী; কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রেই নারীর অবস্থান পুরুষের তুলনায় এখনও অনেক পিছিয়ে। নারীর এই পিছিয়ে পড়ার কারণ সামাজিক, যার ভিত্তি বিভিন্ন ধরণের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ। এগুলোর মধ্যে নারীর স্বাধীন চলাফেরা ও মতামত প্রকাশে বাধা দেয়া, অপবাদ দেয়া, অপমানিত করা, বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করা, দুর্ব্যবহার করা, শিশুবিবাহ, যৌন নির্যাতন, যৌতুকের দাবি, পাচার ও পতিতাবৃত্তিতে নিয়োজিত করা, ধর্ষণ এবং এসিড নিক্ষেপ অন্যতম। এসিড সন্ত্রাসের শিকার হয়ে অসখ্য পরিবারের নেমে এসেছে দু:স্বপ্ন। বিশেষ করে যারা এসিড সন্ত্রাসের শিকার হয়, তারা ব্যক্তি জীবনে নানা বিড়ম্বনা ও অবহেলার শিকার হয়। তাই ছাত্রছাত্রীসহ সমাজের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এসিড সন্ত্রাস প্রতিহত করা এবং আইনের আশ্রয় নেয়া। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে সাহস দেখাতে না পারে। গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ‘এসিড সারভাইভারস ফাউন্ডেশন’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর উদ্যোগে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে চলচ্ছিত্র প্রদর্শনসহ নানা রকম লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। উক্ত প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সামছুল হুদা, শিক্ষক মোঃ নূর হোসেন, তোফায়েল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন সরদার, কেয়ারের দিরাই উপজেলা সমন্বয়কারী আনিছুর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের দিরাই উপজেলা সমন্বয়কারী শামিয়েল কবীর, দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।