রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেল কর্তৃপক্ষের মাধ্যমে। ফাঁসি কবে, কখন কার্যকর হবে, এ বিষয়ে কোনো কিছু বলা সম্ভব নয়। তবে রায় জানানোর পরিপ্রেক্ষিতে নিজামীকে ‘রিজেনেবল’ সময় দেয়া হবে। সেটি একদিনের হতে পারে। অর্থাৎ পিটিশন (মার্সি) লেখার জন্য বা এটি প্রস্তুত করার জন্য যেটুকু সময় দরকার। সোমবার বিকেলে রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। ২২ পৃষ্ঠার রায় লেখা শেষে বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।