রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি আজ রাতেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবেদন না করায় রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে। দণ্ড কার্যকর করার আদেশও কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। এদিকে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর সঙ্গে দেখা করে বের হয়েছেন স্বজনরা। দেড়ঘণ্টারও বেশী সময় স্বজনরা কারাগারে ছিলেন। কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে গেছেন সিভিল সার্জন। জল্লাদ রাজুকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কেন্দ্রীয় কারাগারসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যান চলাচল। এছাড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিজিবি।