সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি দিরাই-শাল্লার ১৩টি ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ৯টি ও শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নগুলোতে চেয়ারম্যান, সাধারণ আসনের সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে এসব প্রতীক দেয় নির্বাচন কমিশন। সূত্র মতে, দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান খান (নৌকা), বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী (আনারস), আল মামুন (মোটর সাইকেল), মহসিন রেজা (ঘোড়া) ও বিএনপির মোঃ আনিছুর রহমান (ধানেরশীষ)। ভাটিপাড়া ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে বেলাল আহমেদ (ঘোড়া), মোঃ শাহজাহান কাজী (মোটর সাইকেল), আলমগীর বক্ত চৌধুরী (আনারস), আওয়ামীলীগের জাহেদুল ইসলাম চৌধুরী (নৌকা) ও বিএনপির মোঃ আফজল হোসেন (ধানেরশীষ)। রাজানগর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে নওশেরান চৌধুরী (ঘোড়া), মোঃ রুনু মিয়া সর্দার (মোটর সাইকেল), জহিরুল ইসলাম (চশমা), মোঃ আব্দুল হক তালুকদার (আনারস), আওয়ামীলীগের সৌম্য চৌধুরী (নৌকা), বিএনপির জুনায়েদ মিয়া (ধানেরশীষ)। চরনারচর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে পরেশ লাল দাস (আনারস), শাহিন সুলতান তালুকদার শাহজাহান (ঘোড়া), বিএনপির রতন কুমার দাস (ধানেরশীষ) ও আওয়ামীলীগের পরিতোষ রায় (নৌকা)। দিরাই সরমঙ্গল ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী (আনারস), মহানন্দ দাস (ঘোড়া), বিএনপির মোঃ মোয়াজ্জেম হোসেন (ধানেরশীষ), আওয়ামীলীগের কানুলাল দাস (নৌকা) ও জাসদের কৃষ্ণকান্ত রায় (মশাল)। করিমপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে শাহাজাহান সরদার (আনারস), আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার (নৌকা) ও বিএনপির মোঃ আব্দুর রহিম (ধানেরশীষ)। জগদল ইউনিয়নে ইসলামি আন্দোলনের মোঃ সোলাইমান হাসান (হাতপাখা), স্বতন্ত্র হিসেবে মোঃ শিবলী আহমেদ বেগ (আনারস), আওয়ামীলীগের মোঃ হুমায়ুন রশিদ (নৌকা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেএম তোফায়েল আহমদ (খেজুরগাছ) ও বিএনপির মোঃ কামরুল ইসলাম (ধানেরশীষ)। তাড়ল ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান নূরুল হক তালুকদার (চশমা), রুহুল আমীন (ঘোড়া), দ্রুপদ চৌধুরী নুপুর (আনারস), মোঃ আকিকুর রেজা (মোটর সাইকেল), মোঃ আব্দুল কদ্দুছ (টেলিফোন), আওয়ামীলীগের আহমদ চৌধুরী (নৌকা), বিএনপির আলী আহমদ (ধানেরশীষ) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হাজী গিয়াস উদ্দিন (খেজুরগাছ)। কুলঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া (ঘোড়া), কাওছার গাজী চৌধুরী (চশমা), পবিত্র মোহন দাস (টেলিফোন), মোঃ একরার হোসেন (মোটর সাইকেল), মোঃ মিজবাহ উজ্জামান চৌধুরী (আনারস), আওয়ামীলীগের মিলন মিয়া (নৌকা) ও বিএনপির মোঃ মুজিবুর রহমান (ধানেরশীষ)।
এদিকে শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নে আওয়ামীলীগের বিধান চন্দ্র চৌধুরী (নৌকা), নরেশ চৌধুরী (ঘোড়া) ও স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন (আনারস)। হবিবপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিবেকানন্দ মজুমদার বকুল (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী সুবল চন্দ্র দাস (ঘোড়া) ও বিএনপির শৈলেন কুমার দাস (ধানেরশীষ)। আটগাঁও ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে হাজিরুল ইসলাম (টেবিলফ্যান), ফজলুর রহমান (দুটিপাতা), খুরশেদ মিয়া (আনারস), আব্দুর রহমান (ঢোল), জুবায়ের মনির (ঘোড়া), জাকির হোসেন (মোটর সাইকেল), আওয়ামীলীগের আবুল কাসেম আজাদ (নৌকা), বিএনপির আব্দুল্লাহ আল নোমান (ধানেরশীষ) ও বিএনপির বিদ্রোহীপ্রার্থী নজরুল ইসলাম (চশমা)। শাল্লা ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল ছত্তার মিয়া (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী জামান চৌধুরী ফুল মিয়া (আনারস), আবুলেইছ চৌধুরী (ঘোড়া) ও বিএনপির সিরাজুল ইসলাম সিরাজ (ধানেরশীষ)।