বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ভারতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে ৮৬ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গেই মুসলিম বিধায়ক হয়েছেন ৫৯ জন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল থেকে জয়ী হয়েছেন ৩৩ জন মুসলিম প্রার্থী, অন্যদিকে, কংগ্রেস থেকে ১৮ এবং বামফ্রন্ট থেকে ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন হল ২৯৪ টি। এর মধ্যে ৫৯ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, অসমে ১২৬ টি আসনের মধ্যে ২৮ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই কংগ্রেসের প্রার্থী।
পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের পক্ষ থেকে ৫৬ জন সংখ্যালঘুকে বিধানসভার প্রার্থী করা হয়েছিল। এদের মধ্যে ৩৩ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। উল্লেখযোগ্য মুসলিম জয়ী প্রার্থীরা হলেন- জমিয়তে ওলামায়ে হিন্দ নেতা মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং সাবেক বিচারপতি আব্দুল গনি, রাজ্যের সাবেক মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, সাবেক সংসদ সদস্য হাজি শেখ নুরুল ইসলাম প্রমুখ, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি রহিমা ম-ল প্রমুখ। কংগ্রেসের জয়ীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুল মান্নান, আব্দুর রহিম কাজী, আবু হেনা, সাবিনা ইয়াসমিন প্রমুখ।