শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বিদেশি গোয়েন্দা সংস্থা ও স্থানীয় কয়েকজন রাজনীতিক দেশকে অস্থিতিশীল করতে টার্গেট কিলিং করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, শিগগিরই চট্টগ্রামে এসপি’র স্ত্রী হত্যায় জড়িতদের খুঁজে বের করা হবে। পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের ঘটনা টার্গেট কিলিং। এই ঘটনার রহস্য উৎঘাটনে গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন থেকে পুলিশ পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোটরসাইকেলে এখন থেকে দুই জনের বেশি চলাফেরা করতে পারবে না।