মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার ৩০টি রোজা পূর্ণ করে ঈদ হচ্ছে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান। এ বিষয় সাংবাদিকদের ব্রিফ করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি জানান, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রমজান মাস আরও একদিন চলবে, এরপর পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে। এর আগে সোমবার সৌদিআরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সেখানেও ৩০টি রোজা পূর্ণ করে ঈদ হচ্ছে আগামীকাল বুধবার।