শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : অনেক আগে থেকেই ভারতে নিষিদ্ধ ছিলো পিস টিভির সম্প্রচার। এবার টিভিটির সব ধরণের প্রচার পুরোপুরি বন্ধ করতে নতুন করে নির্দেশনা দিয়েছে ভারত সরকার।
ভারতের নাগরিক ডা. জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনর নামে একটি ধর্মীয় গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে। ইসলামের প্রচার করতে যুগোপযোগী অনেক বক্তব্য দিয়ে সহজেই মানুষের জনপ্রিয়তা অর্জন করে ডা. জাকির। এজন্য দুবাই থেকে পিস টিভি নামে একটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল চালু করেন।
প্রথমে হিন্দি ও ইংরেজিতে অনুষ্ঠান হলেও পরে বাংলাভাষীদের জন্য বাংলায় এর কার্যক্রম শুরু করে। ইসলামের অনেক বিষয়ের ব্যাখ্যা ও বেশকিছু জটিল প্রশ্নের সমাধান কোরআন ও হাদিসের আলোকে দিয়েছে এই চ্যানেলটি। ফলে ইসলামকে মানুষ জানতে পেরেছে কোরআন ও হাদিসের আলোকে। মনগড়া অনেক নিয়মই মানুষ বাদ দিতে শুরু করেছে। তাই বাংলাদেশের মানুষের কাছে চ্যানেলটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
চ্যানেলটির সম্প্রচার অনেক আগে থেকেই ভারতে নিষিদ্ধ আছে। তবে ভারতের কয়েকটি ক্যাবল টিভি অপারেটর এটির প্রচার করে আসছিল। ভারত সরকারের গোয়েন্দা বিভাগ জাকির নায়েকের বক্তৃতাগুলো জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখছে।