মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দিরাইয়ে দুই কলেজ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী: ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদিরা বিভ্রান্ত হয়ে মানুষ হত্যায় মেতে উঠেছে

দিরাইয়ে দুই কলেজ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী: ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদিরা বিভ্রান্ত হয়ে মানুষ হত্যায় মেতে উঠেছে

abs-nahidpic-16-07-2016মুহাম্মদ আব্দুল বাছির সরদার: অবশেষে হাওরাঞ্চলবাসির স্বপ্ন পূরণ হলো; হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের আশা ও আকাঙ্খা পূরণের লক্ষ্যে গতকাল শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার দোওজ গ্রামে অবস্থিত সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট (এসজিপিআই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, কিছু যুবক বিভ্রান্ত হয়ে ইসলামের নামে জঙ্গিবাদ প্রতিষ্ঠাকল্পে গুলশানের আর্টিজান ও শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে সন্ত্রাসী হামলা করে মানুষ হত্যা করেছে। তিনি বলেন, ভাল ভাল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুবকদের মদদ দিয়ে বিপদগামী করা হচ্ছে, তারা মনে করে ইসলামের নামে মানুষ হত্যা করলে বেহেশত লাভ করবে, অথচ মানুষ মারলে বেহেশতে যাওয়া যায়না, তা কোরআনে পরিষ্কার উল্লেখ আছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, আমাদেরকে সতর্ক থাকতে হবে। পিতামাতাকে তাদের সন্তানদের মায়া-মমতা দিয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ রাখতে হবে, যুবকরা যাতে বিভ্রান্ত ও বিপদগামী না হতে পারে, এ জন্যে আলেম-উলামাদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যা দিতে হবে। ধর্মীয় ও সামাজিক এবং দেশিয় মূল্যবোধসহ নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ তৈরি করতে হবে। আমরা ইতিমধ্যে জঙ্গিবাদ নির্মূলে সমস্ত স্কুল-কলেজে ও বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ার করে দিয়েছি, ব্যবস্থা নিচ্ছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে বসেছি।
666 copyকলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে এবং আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সচিব মোয়াজ্জেম হোসেন ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহানা রব্বানী এমপি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সোহেল আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সামছুল ইসলাম, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল আমিন চৌধুরী, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, পৌর যুবলীগের সভাপতি এনামুল হক ও আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান এওর মিয়াসহ কলেজের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষায় পিছিয়ে আছে, অথচ উন্নত দেশে ৬০-৮০ ভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত, বাস্তব জীবনে কারিগরি শিক্ষা ও হাতে কলমে শিক্ষার বিকল্প নেই। তাই দক্ষ জনশক্তি তৈরি করতে হলে কারিগরি ও বিজ্ঞান সম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা ও পলিটেকনিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে ভাটিবাংলার দৃষ্টি খোলে দিয়েছে, হাওরাঞ্চলের জন্য নতুন শিক্ষানীতি-পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, সুনামগঞ্জের কোন স্কুল-কলেজ বেসরকারি থাকবে না, যে সব উপজেলায় সরকারি স্কুল-কলেজ নেই, সেই উপজেলায় ১টি করে স্কুল ও কলেজ ২ মাসের মধ্যে সরকারি করা হবে, দিরাই-শাল্লার সবকটি স্কুল-কলেজে নতুন বিল্ডিং করে দেয়া হবে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতির বক্তব্যে বলেন, নারী শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠায় এলাকাবাসি আন্তরিক সহযোগিতা নিয়ে শিক্ষার উন্নয়নে যে স্বত:স্ফুর্ততা নিয়ে এগিয়ে এসেছেন তা বিরল, এতে আমি আনন্দিত ও অভিভূত। আমার বিশ্বাস এ প্রতিষ্ঠান একদিন সিলেটের সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জনশক্তিতে রূপান্তরিত হয়ে এলাকার বেকার সমস্যা দূর হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com