বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: পাক সীমান্তে আবারও হামলা করেছে ভারতীয় সামরিক বাহিনী। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানিরাও। বুধবার সন্ধ্যা থেকে ইফতেখারাবাদ ও কুতলী সীমান্তে শুরু হওয়া দু’দেশের সীমান্ত রক্ষীদের গোলাগুলি এখনও চলছে। খবর দৈনিক পাকিস্তান উর্দূর। সূত্র জানায়, বুধবার পাক সীমান্তে ইফতেখারাবাদ ও কুতলী সেক্টর লক্ষ্য করে ভারতীয়রা প্রথমে হামলা চলায়। পরে ভারতীয়দের হামলা প্রতিহতে পাকিস্তানিরাও পাল্টা হামলা চালায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি এখনও চলছে। এর আগে গত মঙ্গলবার, সোমবার এবং রোববার মধ্যরাতেও গোলাগুলি হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষীদের মাঝে।
উল্লেখ, সম্প্রতি কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ১৮ ভারতীয় সেনা নিহতের ঘটনায় দু’দেশের মধ্যে যুদ্ধ উত্তেজনা শুরু হয়। উরি হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ি করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিলে পাকিস্তানও যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখে। এরই মধ্যে ভারত পাকিস্তানে হামলা করে দুই পাক সেনাকে হত্যা করার পর পাক সেনারা পাল্টা হামলায় ভারতে ১৪ জন সেনাকে হত্যা করে।