সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ইউনিসেফের ১২তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৪৮ গণমাধ্যমকর্মী। গণমাধ্যমে প্রকাশিত-প্রচারিত শিশু অধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য ২০০৫ সাল থেকে এ অ্যাওয়ার্ড দিচ্ছে ইউনিসেফ। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ইউনিসেফ বাংলাদেশের পক্ষে জিডুলা মাসিকু ক্রেস্ট, পুরস্কারের টাকা এবং সনদ তুলে দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীরা যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট পান। সৃজনশীল ও সাংবাদিকতা এই দুই শ্রেণিতে এবার প্রতিযোগিতা হয়। পত্রিকা, টেলিভিশন ও রেডিও এই তিন মাধ্যমের নির্দিষ্ট বয়সসীমার প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। এ বছর সাত শ’র বেশি প্রতিবেদন জমা পড়ে। সৃজনশীল লেখক, প্রবীণ সংবাদকর্মী, অডিও-ভিস্যুয়াল বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের বিচারক প্যানেল বিজয়ী নির্বাচন করে।