বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের শাল্লা উপজেলার কামারগাঁও গ্রাম থেকে ৩১ হাজার ২শত লিটার মদ তৈরির উপকরণ ওয়াশ, ১৫০ লিটার চোলাই মদ ও ৫শত লিটার গুড় উদ্ধার করা হয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার দিরাই সার্কেল ছুরত আলমের নেতৃত্বে রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মদ তৈরির উপকরণসহ মদ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, থানা পুলিশ ও ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের সহযোগিতায় কামারগাঁও গ্রামের চিন্থিত চোরেরা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি, সরবরাহ ও বিক্রি করে আসছে। এর সাথে জড়িত সন্দেহে কামারগাঁও গ্রামের ১৪ জনকে আসামি করে শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, ১০/১০/২০১৬ খ্রিস্টাব্দ।