শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্র“মর্দন এলাকায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ও জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের সহযোগিতায় পরিচালিত রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টার পরিদর্শন করছেন জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের এক্সিকিউটিভ ডিরেক্টর জার্মানী ডাক্তার মিস্টার ব্রেন্ড গোকেন। শুক্রবার দুপুর ২ টায় পাগলা শত্র“মর্দন এলাকায় প্রতিষ্ঠিত রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টার পরিদর্শন করেন। তিনি হেলথ সেন্টারে আগত রোগিদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টারের সভা কক্ষে মতবিনিময়ে অংশ নেন এবং হেলথ সেন্টারের পরিস্কার পরিছন্নতা, প্রসূতি, শিশু রোগিদের সেবাদান এবং সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জার্মানী সংস্থা ক্যাপ আনামুর জার্মান ইমার্জেন্সী ডক্টরের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মি. সাব্বির উদ্দিন আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, রুরাল ডেভলাপমেন্ট এন্ড হেলথ সেন্টারের চেয়ারম্যান দনিরা রহমান, পরিচালক মোঃ রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, এসআই গোলাম মোস্তফা, জামিউল ইসলাম তোরান, শাফিউল ইসলাম সুস্বাদ, ডা. মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী, সাংবাদিক মহিম উদ্দীন, নূরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।