রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: হোয়াইট হাউজে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন। এ সময় দুই ফার্স্ট লেডিও সাক্ষাৎ করেছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, ফার্স্ট লেডি ও মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে সন্তানদের লালন-পালনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া মিশেল ওবামা ভবিষ্যৎ ফার্স্ট লেডিকে হোয়াইট হাউজ ও ট্রুম্যান ব্যলকনি ঘুরে দেখান। পরে দুজনেই রাষ্ট্রপতির কার্যালয় ওভাল অফিসে যান। ২০০৮ সালে ডেমোক্রেটিক কনভেনশনে দেয়া মিশেল ওবামার বক্তব্য নকল করে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে মেলানিয়া ট্রাম্প বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেলানিয়া ট্রাম্প। এর কয়েক মাস পরেই এ দুই নারী সাক্ষাৎ করলেন। পরে ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য লেখক এ ঘটনার দায় স্বীকার করেন। বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ৯০ মিনিটের একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে ওবামা বলেন, তিনি ট্রাম্পকে নতুন অফিসে দায়িত্ব বুঝে নিতে সহায়তা করবেন বলে তাকে জানিয়েছেন। সূত্র : এনবিসি নিউজ।