শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ বুশ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার পড়ে গিয়ে তার ঘাড়ের একটি হাড় ভেঙ্গে যাওয়ায় তিনি হাসপতালে ভর্তি হন। তবে টুইটারে অবস্থা স্থিতিশীল বলে জানান তার মুখপাত্র জিম ম্যাকগ্রাথ। এর আগে তিনি জানান, বুশ ‘আজ মেইনের বাড়িতে পড়ে যান এবং এতে তার ঘাড়ের একটি হাড় ভেঙ্গে যায়।’
সিএনএনের খবরে বলা হয়, ৯১ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট পোর্টল্যান্ড নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার সকালে মেইনের কেনিবাঙ্কপোর্টে নিজ বাড়িতে তিনি পড়ে যান।
ম্যাকগ্রাথ ওই চ্যানেলকে বলেন, ‘তাকে সেখানে বেশী দিন থাকতে হবে না বলে আমরা আশা করছি।’
এদিকে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে টেক্সাসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।