সিনিয়র ওই উপদেষ্টা বলেন, ডেপুটি ক্রাউন প্রিন্স ওই পারমাণবিক চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে দেখেন। তিনি এও জানান, ‘ইরানের আঞ্চলিক সম্প্রসারণমূলক কর্মকান্ডের ঝুকি’ নিয়ে উভয় নেতার দৃষ্টিভঙ্গি অভিন্ন। ট্রাম্প প্রশাসনের তরফেও বলা হয়েছে, ওই চুক্তি যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থে নয়। ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যুক্তরাষ্টের সফর নিষেধাজ্ঞার প্রসঙ্গে ওই উপদেষ্টা জানান, প্রিন্স মোহাম্মদ মনে করেন না ওই নিষেধাজ্ঞা ‘মুসলিম দেশগুলো বা ইসলামের’ ওপর।