প্রসঙ্গত, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়া থেকে আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স পাশ করেন। একই সাথে জামেয়া কাশিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট থেকে দাওরায়ে হাদীস পাশ করেন, ফাতেহপুর কামিল মাদরাসা সিলেট থেকে ফাজিল এবং কু’য়াতুল উলুম কামিল মাদরাসা কুষ্ঠিয়া থেকে কামিল পাশ করেন। তিনি একজন কুরআনে হাফিজ। শিক্ষা জীবন শেষে করে প্রথমে সৈয়দপুর আদর্শ কলেজে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সাল থেকে সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসায় অধ্যক্ষ পদে নিযুক্ত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়ার অধীনে ‘বায়তুল মোকাররম জামে মসজিদের সাবেক খতিব মাওলানা উবায়দুল হক রহ. এর জীবন ও কর্মের উপর এম ফিল ডিগ্রী অর্জন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় ‘পি এইচডি’ গবেষণারত। তিনি সৈয়দপুর গ্রামের হাফিজ সৈয়দ বশারত আলী ও সৈয়দা আজিজুন নেছার ৩য় সন্তান।