বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ছাতক উপজেলাকে আনুষ্ঠানিকভাবে স্কাউট উপজেলা ঘোষণা দিলেন সিলেট বিভাগীয় কমিশনার

ছাতক উপজেলাকে আনুষ্ঠানিকভাবে স্কাউট উপজেলা ঘোষণা দিলেন সিলেট বিভাগীয় কমিশনার

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বলেছেন, দক্ষতা, কর্মনিষ্ঠতা ও নিয়মানুবর্তিতা এ সবকিছুই একজন স্কাউটের মধ্যে রয়েছে। স্কাউটরা সব সময়ই অন্য যে কোন মানুষের চেয়ে আলাদা। স্কাউটদের প্রতিদিনের ভাল কাজের সমন্বয়ের মাধ্যেমে সমাজ থেকে অপসংস্কৃতি ও অবক্ষয় দূর করা সম্ভব। এসব সামাজিক ব্যাধি দূর করে আলোকিত সমাজ গঠনে স্কাউটদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ছাতক উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা প্রদান করেন। বুধবার সকালে ছাতক উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও স্কাউটের উদ্যোগে পাঁচ সহস্রাধিক স্কাউটের উপস্থিতিতে আয়োজিত স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কাউট সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা জামান হাবীব ও শিক্ষার্থী রিফাত তাসনিম প্রভার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্কাউট সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, স্কাউট সিলেট অঞ্চলের সহকারি পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, স্কাউট ফারিয়া ইসলাম টিপলা প্রমুখ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সাব-রেজিস্ট্রার শাহ নেওয়াজ খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. রাজীব চক্রবর্তী, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। সমাবেশে ২শ’ ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ সহস্রাধিক স্কাউট ও কাব অংশ নেয়। বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে ই-নামজারী সিস্টেমের পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com