শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: তাহফীযুল কুরআন পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে ‘নতুন প্রতিভার সন্ধানে’ শ্লোগানে হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার বালু মাঠে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হাফেজ মাওলানা লুকমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইমদাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মুহতামিম আল্লামা শায়খ যিয়া উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা শফিকুল আহাদ, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মাওলানা নূরউদ্দিন আহমদ প্রমুখ। পরে হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে উত্তীর্ণদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।