শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে ২ এপ্রিল রোববার অনুষ্ঠিত হয়ে গেল জগন্নাথপুর উপজেলা ভিত্তিক হিফ্জুল কোরআন প্রতিযোগিতা, তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা জমির উদ্দীন, মাওলানা বদিউজ্জামান ও মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সকাল ১০টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজন করা হয় কুরআন প্রতিযোগিতা। তারপর প্রতিযোগিদেরকে পুরষ্কার দেওয়া হয়, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোঃ আব্দুল মুবিন, তাকে নগদ ৫ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং সনদপত্র দেয়া হয়। দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ মুহিবুর রহমান, পুরস্কার হিসেবে তাকে ৩ হাজার টাকা, একটা ক্রেস্ট ও সনদপত্র। তৃতীয় স্থান অর্জন করেন মোঃ জাবীর আহমদ, পুরষ্কার হিসেবে ২ হাজার টাকা, একটা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। চতুর্থ স্থান মোঃ মুস্তাকিম লসকর, পঞ্চম স্থান মোঃ সাইদুর রহমান, ষষ্ট স্থান মোঃ শাহরীয়া আল শাহী, সপ্তম স্থান জুবায়ের আহমদ, অষ্টম স্থান মোঃ নূরে আলম, নবম স্থান মো আফজল হোসাইন, দশম স্থান মোঃ আকমল হোসাইন। চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেক প্রতিযোগিকে ৫০০ টাকা এবং সনদপত্র পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও অন্যান্য সকল প্রতিযোগিকে শান্তনামূলক একটা করে ক্রেস্ট পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার তাদের হাতে তুলে দিচ্ছিলেন মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা বদিউজ্জামান, মাওলানা ইমরান, মুকিদ মিয়া এবং অন্যান্যরা। অতপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মাগরীবের নামাজের পরপরই কবি মীম সুফিয়ানের মন মুগ্ধকর পরিচালনায় এবং কলরব শিল্পি গোষ্টির অন্যতম শিল্পি মুহাম্মদ আবু সুফিয়ান এবং অন্যান্য শিল্পিদের কন্ঠে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানের স্থানটি।