শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ওয়ার্ডসভা শনিবার দুপুরে ওয়ার্ড মেম্বার আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জগদল গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রজাক, মাস্টার আব্দুস সুবহান, হাজি ডাঃ বজলুন্নুর, সমসির মিয়া, আজিজ মিয়া, আলী হোসেন টেইলার, সাব্বির আহমেদ, সহিবুর রহমান প্রমুখ। তারা বলেন, যে আমাদের এলাকায় অনেক রাস্তাঘাটের কাজ বাকি রয়েছে, তা সম্পন্ন করতে হবে ও আগামিতে যেন বেড়িবাঁধ আরো শক্তিশালী হয়, সেদিকে নজর দিতে হবে। বাজারে দ্রব্যমূল্যের দাম যাতে বৃদ্ধি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়ার্ড মেম্বার আব্দুল বাছিত সাধারণ জনগণের সব দাবি মেনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।