শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় নির্মম নির্যাতনের মাধ্যমে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। রোববার বিকেলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে বিচারক শাহেদুল করিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
অভিযোগপত্র দাখিলের বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযোগপত্রে পলাতক কামরুলকে প্রধান আসামি করে মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে সৌদি আরবে পলাতক কামরুল ইসলাম ছাড়াও পাভেল, শামীমকে (পলাতক) আসামি করা হয়েছে। মামলা থেকে বাদ দেওয়া হয়েছে অভিযুক্ত মুহিত আলমের স্ত্রী লিপি বেগম ও ইসমাইল হোসেন আবলুসকে। এ দুইজনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না মেলায় তাদের বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া অভিযোগপত্রে অভিযুক্ত দেখানো হয়েছে- কামরুলের ভাই মুহিত আলম, ফিরোজ মিয়া, আসমত উল্লাহ, চৌকিদার ময়না মিয়া, আলী হায়দার, নুর মিয়া, দুলাল আহমদ, আয়াজ আলী, তাজ উদ্দিন বাদল ও রুহুল আমিনকে। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় দোকান ঘরের খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। ঘাতকরা নির্যাতনের সঙ্গে ভিডিও ধারণের পাশাপাশি উল্লাসেও মেতে উঠেছিল। রাজন হত্যার ধারণকৃত ভিডিও নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হলে ক্ষোভে রাজপথে নামে সাধারণ মানুষ।