রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা সোমবার শপথ নিচ্ছেন। বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এই তথ্যটি নিশ্চিত করেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও জয়া সেনগুপ্তার একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত। গত ৫ ফেব্রুয়ারী সুরঞ্জিত সেনের মৃত্যুতে শূণ্য হওয়া দিরাই-শাল্লা আসনের ৩০ মার্চ অনুষ্টিত উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী ড. জয়া সেনগুপ্তা।