শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের হযরত শাহজালাল মোড় সংলগ্ন ধর্মপাশা নিউজ ডেস্ক কার্যালয়ে শুক্রবার বিকেল পাঁচটায় ধর্মপাশা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক চয়ন কান্তি দাস, এনামুল হক এনি, সাইফ উল্লাহ, এনামুল হক এনাম, সালেহ আহমদ, এম এম এ রেজা পহেল, সাজিদুল হক সাজু, সাজেদুল হক রনি, মোঃ সোহেল রানা, তরিকুল ইসলাম পলাশ, রাজু ভুঁইয়া প্রমুখ। উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামকে সভাপতি ও দৈনিক আমাদের সময় ও উত্তরপূর্ব পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাজিদুল হক সাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে আগামি এক সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।