রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এনজিও সমন্বয় সভা উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম ঝুনু মিয়া। বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহম্মদ, টিএইচও ডা. মনিস্বর চৌধুরী, ওসি আবুল হাসিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুঁইয়া, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন পদক্ষেপ ম্যানাজার মোঃ আলতাফ হোসেন, টিএমএসএস ম্যানাজার মোঃ আব্দুল জব্বার, সিমান্তিক এফএস মোঃ মাসুক মিয়া চৌধুরী, জেছিস পিএম রোকন উদ্দিন আহম্মেদ, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ প্রমুখ। উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রাকৃতিক কারণে দূর্যোগ হওয়ায় কৃষকের ধান ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় অত্র উপজেলা ক্ষুদ্র ঋণ কার্যক্রম এর কিস্তি শিথিলযোগ্য এবং ঋণ কার্যক্রম চলমান রাখার জন্য আলোচনা করা হয়।