সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ‘আবাসন নিউজ’ বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন সমকালের সহ-সম্পাদক জাহিদুর রহমানসহ ছয় সাংবাদিক। শুক্রবার দুপুরে রাজধানীর পান্থপথে এসইএল সেন্টার অডিটরিয়ামে সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট ছাড়াও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ছয়টি ক্যাটাগরিতে ছয় গণমাধ্যমকর্মীকে পুরস্কার দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে সমকালে প্রকাশিত ‘বিপন্ন সেন্টমার্টিন’ শিরোনামে চার পর্বের ধারাবহিক প্রতিবেদনের জন্য জাহিদ পুরস্কৃত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফরিদ ইসলাম ও আবাসন নিউজের সম্পাদক ইবনুল সাঈদ রানা।