শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৬ ইংরেজির প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় শিউলী আক্তার দীপা ও শাহজাহান আহমদ (সাজন) সাধারণ বৃত্তি লাভ করেছে। শিউলী আক্তার দীপা আসামপুর গ্রামের চন্দন মিয়া ও মৃত রওশনারার মেয়ে এবং শাহজাহান আহমদ (সাজন) চন্দন মিয়া ও আলেকজান বিবির ছেলে। তাদের ভাল ফলাফলের জন্য বাবা-মা ও প্রধান শিক্ষিকা শেলী রায়ের অবদান রয়েছে। উল্লেখ্য, ওরা ২জন আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক স¤পাদক ফেরদৌস আহমদের চাচাত ভাই ও বোন, তাদের সুন্দর জীবন গঠনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।