রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দিরাইয়ে রাজানগর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাঁধ বাণিজ্যের সাথে জড়িত ঠিকাদার ও পিআইসির শাস্তি, ইউনিয়নের সকল কৃষকদের সাড়া বছর বিনামূল্যে চাল-আটা প্রদান, কৃষকদের ব্যাংক ও এনজিও’র সকল প্রকার ঋণ মওকুফের দাবিতে ইউনিয়নের গচিয়াবাজারে শনিবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার রাজা চৌধুরীর সভাপতিত্বে ও রাজানগর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আলী আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে আনোয়ার রাজা চৌধুরী বলেন, জীবনে কখনো কালিয়াকুটা হাওরের কৃষকরা এ দুর্যোগে পড়েনি। আমার এ বয়সে কখনো দেখিনি চৈত্র মাসে পানি আসতে। বাবার মুখে কখনো এমন গল্পও শুনিনি। এবার হাওরে ধনী-দরিদ্র এক হয়ে গেছে, কারো ঘরে চুলা জ্বলছেনা। এ মুহুর্তে হাওরের মানুষকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে। হাওরে দুর্যোগ নয় মহাদুর্যোগ চলছে। এ মুহূর্তে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার কোন বিকল্প নেই। আমরা আশা করবো হাওরের কৃষকদের বাঁচিয়ে রাখতে সরকার সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করবেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সাংবাদিক একে কুদরত পাশা, রাজানগর ইউপি সদস্য আবু তাহের, সাবেক সদস্য আবু সুফিয়ান, আবুবক্কর চৌধুরী, মাসুক মিয়া, জাহেদ আহমদ, ফয়ছল আহমদ খোকন, হাফিজ শহীদুল ইসলাম, শহিবুল ইসলাম, আব্দুল ছত্তার, আব্দুল মোতাল্লিব, আবুল কাশেম, মতছিন মিয়া, আব্দুল গফফার, দুলাল মিয়া, ইলিয়াছ মিয়া ও মাসুদ চৌধুরী প্রমুখ।