রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য মোছাঃ পুষ্প বেগমের বিরুদ্ধে কৃষি সহায়তা কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগে স্থানীয় গ্রামবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদর শান্তিগঞ্জ বাজারে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র কৃষক-কৃষাণী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে তারা বলেন, অকাল বন্যায় আমাদের ফসল ভেসে গেছে। আমাদের কাহারো ঘরে নেই খাবার। কেনার মতো সাধ এবং সাধ্য না থাকায় সরকারি ত্রাণের লাইনে সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে চালও পাচ্ছিনা। হাওরের জেলেরাও মাছ পাচ্ছেনা। সরকার অকাল বন্যায় ফসলহারা কৃষকদের পূনর্বাসনের জন্য সরকার সারাদেশে খোলা বাজারে চাল ও আটা বিক্রি ওএমএস, জিআর, ভিজিডি, ভিজিএফ কার্যক্রম চালু করেছে। সরকার কৃষকদের নগদ ৫শ টাকা ও ৩৮ কেজি চাল বিতরণে কৃষকদের সহায়তা কার্ড দিলেও স্থানীয় ইউপি সদস্যা পুষ্প বেগম স্বজনপ্রীতির মাধ্যমে তার নিজের পরিচিত ও নিকটাত্মীয় স্বজনদেরকে কৃষি সহায়তা কার্ড বিতরণ করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আসামপুর গ্রামের ছমাদ মিয়া তালুকদার, কিতাব আলী, আলম মিয়া, আব্দুল কালাম, সান মিয়া, কদ্দুছ আলী, আজিজুর রহমান, ইরফান আলী, জাহেরা বেগম, আছিয়া বেগম, স্বপ্না প্রমুখ।