শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি-বসিয়াখাউরী, বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয় হতে ২০১৭ ইং সালের এসএসসি পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে এ গ্রেডে ১১ জন, এ- গ্রেডে ১৮ জন এবং বি- গ্রেডে ১১ জন উত্তির্ণ হয়েছে এবং পাশের হার ৯৭.৫৬ ভাগ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফলাফলের ভিত্তিতে গত বছরের ন্যায় এবারও জয়সিদ্ধি-বসিয়াখাউরী, বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস সন্তুষ্টি প্রকাশ করে এ প্রতিবেদককে জানান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিদ্যালয়ের সাফল্য ধরে রাখেন এবং সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। তিনি আগামি বছরও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার জন্য প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।