শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে দিনব্যাপি ‘আইলো দেশে নয়া আইন, ভ্যাট অইলো অনলাইন’ নতুন পদ্ধতিতে অনলাইনে ভ্যাট কার্যক্রমের প্রচারণা চালানো হয়েছে। সিলেট কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেলের কর্মকর্তারা মঙ্গলবার (৯ মে) পৌরসভা ও ইসলামপুর ইউনিয়নে এ প্রচারণা কার্যক্রম চালান। সিলেট রাজস্ব কর্মকর্তা নন্দীরাম লাল, হুসাইন আহমদ তালুকদার ও বাবু শুকান্ত সিংহ পরিচালিত জনসচেতনতামূলক প্রচারাভিযানে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িসহ সমাজের সকল শ্রেণিপেশার লোকজনের সাথে মতবিনিময় করা হয়। ১লা জুলাই ২০১৭ ইং থেকে দেশব্যাপি নতুন পদ্ধতিতে ‘অনলাইন ভ্যাট সিস্টেম’ তথা অনাইনে ভ্যাট পরিশোধ কার্যক্রম চালু হতে যাচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়িসহ সকল শ্রেণির লোকজনের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট অঞ্চলে বিভাগীয় কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট-এর পক্ষ থেকে প্রচারাভিযানের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিলেট বিভাগের ৪টি জেলা ও ৩৫টি উপজেলায় এ প্রচারাভিযান চালানো হবে বলে জানা গেছে। এছাড়া অনলাইনে ভ্যাট পদ্ধতিসহ ভ্যাট সংক্রান্ত যেকোন তথ্য জানতে ১৬৫৫৫ কল সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।